Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

ফুলছড়ি উপজেলার দুরত্ব গাইবান্ধা জেলা শহর হতে প্রায় ১১.০০ কিঃ মিঃ পথ। গাইবান্ধা জেলা শহর হতে পূর্ব দিকে মদনের পাড়া থেকে দক্ষিনে কালির বাজার যেতে হবে। গাইবান্ধার পুরাতন বাজার (গফুর মারকেট) হতে বালাসি রোড দিয়ে আসতে হবে মদনের পাড়া, তার পর মদনের পাড়া থেকে ডান দিকের রাস্তার ধরে আসতে হবে সমিতির বাজার সেখান থেকে আবার ডান দিকের রাস্তা দিয়ে সোজা রাস্তায় আসতে হবে বেশ কিছুক্ষণ। কয়েকটি বাজার পেরিয়ে আসতে হবে কালির বাজার । সেখানেই উপজেলা নিরবাহী অফিসারের কারযালয়। আবার যদি ফুলছড়ি থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসতে চান তাহলে প্রথমে আপনাকে ভরতখালী আসতে হবে তার পর সিএনজি অথবা রিক্সা করে বাদিয়াখালির রাস্তা ধরে আসতে হবে। বাদিয়াখালী পৌছার আগেই দেখবেন ডানদিকে একটি রাস্তা নেমে এসেছে। সেই রাস্তা ধরে সোজা আসবেন কালিরবাজার, বাজারের উত্তর পার্শেই পাবেন উপজেলা পরিষদ ভবন। এই ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।  বি:দ্র: যদি আপনার ব্যক্তিগত গাড়ি না থাকে তাহলে গাইবান্ধা পুরাতন বাজার থেকে ব্যাটারী চালিত রিক্সায় আসতে হবে। ( নদী ভাঙ্গনের ফলে ইউএনও অফিস ফুলছড়ি থেকে এখন কালির বাজার)

 

ইমেইল- uno.phulgai5@gmail.com

মোবাইল নং- 01762695077

http://www.phulchari.gaibandha.gov.bd