এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশিত হবে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এ সময় সেখানে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী জানান, প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলাফল তুলে দেওয়ার পর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর একটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস এবং নিজ-নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে বলেও তিনি জানান। এবারের পরীক্ষা শুরু হয় ৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে। শিক্ষা মন্ত্রণালয়কে এবার এসএসসি ও সমমানের সব পরীক্ষাই পরিবর্তিত সূচি অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার গ্রহণ করতে হয়েছে। এ বছর ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস